স্কুল-কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ২২ আগস্ট, ২০২২

স্কুল-কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন

ঢাকা: স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এছাড়া সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।, 


বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে ছুটি কার্যকর হবে তা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।, 


মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।,



from Sarabangla https://ift.tt/mjZ6dqA

কোন মন্তব্য নেই: