কক্সবাজার: কক্সবাজার জেলার শ্রমিক মেহনতি মানুষদের অন্যতম সংগঠন কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদের দ্বি বার্ষিক নির্বাচন আগামী ১২ আগস্ট (শুক্রবার)। এ উপলক্ষে দুই শতাধিক ভোটারের অংশগ্রহণে ৫টি গুরুত্বপূর্ণ পদে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।,
নিজেকে জয়ী করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এইচ এম নজরুল ইসলাম বলেন, আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হবে আয়োজন কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ওমর ফারুক হিরু জানান, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন।,
ভোট উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের মাঝে উৎসবের আনন্দ বিরাজ করছে। উক্ত নির্বাচনে প্রতীক সহকারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ আলম (মই), জাহেদুল হক (বেলচা), লিয়াকত আলী (হাতুড়ি), মোহাম্মদ ফিরোজ (কোদাল)। সহ সভাপতি পদে মো. ফোরকান (রিক্সা), মো. ইয়াহিয়া খান(মাছ)। সাধারণ সম্পাদক পদে শাহাব উদ্দীন (আপেল) এবং মো. শফি আলম (মাছ)। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জমির (কলম), মোঃ শফি আলম (গোলাপ ফুল)। অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইমরান (আম), আমির হামজা (লাঠিম)। ভোটাররা বলেছেন, তারা তরুণ, সৎ ও দক্ষ যোগ্য প্রার্থীকে আগামীতে তাদের নেতা হিসেবে নির্বাচিত করবেন। যে নেতৃত্বের মাধ্যমে জোরদার হবে আগামীতে জোরদার হবে দিনমজুরদের ন্যায্য লড়াই।,
উল্লেখ্য, ইতোমধ্যে ৬টি পদে প্রার্থী না থাকায় শাহাদাত হোসেন, মো. আরিফ, আহম্মদ হোসেন, মো. জামাল হোসেন, মো. আবদুল গফুর ও মোহাম্মদ ইলিয়াছ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SWNGz3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন