কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি অর্ধগলিত মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের পূর্বপাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।
তবে এটি গলিত হওয়ায় কি প্রজাতির ডলফিন সেটা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, সকালে সৈকতের ঝাউবাগান পয়েন্টে অর্ধগলিত ৩০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি ভেসে আসে। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ডলফিনের শরীরের চামড়া অনেকটা উঠে গেছে এবং মাংস ক্ষয়ে গেছে।,


বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হবে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনবিভাগের কর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।,


   The post appeared first on Sarabangla http://dlvr.it/SXk1Wz

কোন মন্তব্য নেই: