ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনে শোক বার্তায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।,
এদিকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে প্রয়াত রানির প্রতিকৃতিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পন করবেন। তারা হাই কমিশনে রাখা শোক বইয়ে দলের পক্ষ থেকে স্বাক্ষর করবেন।,
গত বৃহস্পতিবার রানির স্বাস্থ্যের অবনতি হয়। এর পর থেকে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। দিনভর শঙ্কার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।,
ব্রিটিনের রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি এক শোকবার্তায় রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশ ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করেছে।,
from Sarabangla https://ift.tt/hMVKS4k
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন