ঢাকা: সদ্য প্রয়াত বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর ও শোকবাণী হস্তান্তর করেছে বিএনপি। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে স্বাক্ষর করেন ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবাণী পৌঁছে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।,
এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর (লন্ডনের স্থানীয় সময়) রানির মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করা হয়েছিল।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SY7ZbB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন