চাদরের গানে তারা - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

চাদরের গানে তারা

দীর্ঘদিন পর সিনেমা নির্মাণ করছেন জাকির হোসেন রাজু। সরকারী অনুদানপ্রাপ্ত এফডিসির প্রযোজনাধীন দুটি সিনেমার একটি পরিচালনা করবেন তিনি। সিনেমাটির নাম ‘চাদর’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শবনম বুবলী। শুরু হয়েছে সিনেমার গানের কাজ।
গানগুলো লিখেছেন তিনি নিজেই। এরমধ্যেই রেকর্ডিং হয়ে গেছে সিনেমার একটি গানের। গানটি সুর করেছেন এসআই শহীদ। ‘বুকের খাঁচা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন অনিক শাহান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও স্বরলিপি। সিনেমার গান প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, আমি সিনেমায় গানের ক্ষেত্রে খুবই সিরিয়াস।,

আমার প্রায় সব সিনেমার গানগুলো আলাদা যত্ন নিয়ে করা, সবাই গ্রহণ করেছে। চাদরেও এর ব্যতিক্রম হবে না। শহীদের সুরে অন্যরকম মায়া আছে। প্রায় এক যুগ পর এফডিসির প্রযোজনায় কোনো ছবি নির্মিত হবে। চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।,


   The post appeared first on Sarabangla http://dlvr.it/SYFQRN

কোন মন্তব্য নেই: