এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জন্মদিন আজ (৮ সেপ্টেম্বর)। এ দিনেই উন্মোচিত হয়েছে তার অভিনীত ছবি ‘অপারেশন সুন্দরবন’-এর অফিসিয়াল পোস্টার। আর সে অনুষ্ঠানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারই সহশিল্পী সিয়াম আহমেদ। পোস্টার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ফারিয়া।
তার সাক্ষাৎকারের এক ফাঁকে ঢুকেন সিয়াম আহমেদ। তখন ফারিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। উপস্থিত সবার অনুরোধে তিনি ফারিয়াকে পুনরায় শুভেচ্ছা জানান, তাও গানে গানে। সিয়ামের শুভেচ্ছা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিয়া। তিনি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বলেন, জন্মদিনে ছবিটির পোস্টার উন্মোচন তার জন্য অনেক বড় পাওয়া। তিনি বলেন, ‘আমরা সুন্দরবনের যেখানে শুটিং করি সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না।,
যার কারণে বাবা-মার সঙ্গে টানা ৩৫ দিন কথা বলতে পারিনি। তখন আমাদের ইউনিটটাই ছিলো আমার ফ্যামিলি। আমরা এতোটাই আপন হয়ে গেছি, সেই সম্পর্কের টান এখনও আমরা ফিল করি। এই মুভিটা এবং আমার ক্যারেক্টারটা সারাজীবন আমার সাথে থেকে যাবে।’ ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এতে নুসরাত ফারিয়া, রিয়াজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ।,
দেশের বাইরে থাকায় পোস্টার উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দীপংকর দীপন। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। সম্মেলনে চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SXzxtT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন