১৯ সিনেমা হলে চলছে বিউটি সার্কাস - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

১৯ সিনেমা হলে চলছে বিউটি সার্কাস

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ১৯ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্র বিউটি সার্কাস।,
পরিবেশক অ্যাকশন কাট সূত্রে জানা যায়, রাজধানীর স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স- এস.কে.এস টাওয়ার, মহাখালী, স্টার সিনেপ্লেক্স - বিজয় স্মরণী, স্টার সিনেপ্লেক্স- সনি স্কয়ার, মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস -যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস - কদমতলী (কেরানীগঞ্জ), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স - সিলেট, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম, মম ইন, বগুড়া, পূরবী, ময়মনসিংহ, বিজিবি, সিলেট, তাজ সিনেমা, নওগাঁ, সংগীত সিনেমা, খুলনা, মর্ডান সিনেমা, দিনাজপুর, পান্না সিনেমা, মুক্তারপুর, রাজ সিনেমা, কুলিয়ারচর, মাধবী সিনেমা, মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স, গুরু দাসপুর, রাজিয়া সিনেমা, নাগরপুর এ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ,


বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'বিউটি সার্কাস' পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে সিনেমা হলে এসেছে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ। টিভি পর্দায় নিজের মুন্সিয়ানা প্রতিষ্ঠিত করে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটলো মাহমুদ দিদারের। নির্মাতা বলেন, “বিউটি সার্কাস ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি ছবি।, 


এক মুহূর্তও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না দর্শক। সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ মাতুক বিউটি সার্কাসে।” প্রায় দুইশতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাঁপাহার গ্রামে চিত্রায়িত হয় দেশের সার্কাস শিল্প ঘিরে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প বিউটি সার্কাস। ,


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SYs80B

কোন মন্তব্য নেই: