একসঙ্গে হৃদিতার দুটি গান প্রকাশ - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

একসঙ্গে হৃদিতার দুটি গান প্রকাশ

মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র ‘হৃদিতা’-এর অডিও প্রকাশিত হয়েছে। আনিসুল হকের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান। চলচ্চিত্রের দুটি গানে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা।,
গান দুটির কথা লিখেছেন কবির বকুল। চন্দন সিনহার গাওয়া ‘ঠিকানা বিহীন’ শিরোনামের গানে সুরারোপ করেছেন ইমরান মাহমুদুল। চন্দন সিনহা ও সিঁথি সাহার গাওয়া ‘শুধু একবার ছোব’ শিরোনামের দ্বৈত গানটিতে সুরারোপ করেছেন অমিত-ঈশান।,


৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’। মুক্তির আগে রাজধানীর একটি হোটেলে সোমবার সন্ধ্যায় অডিও প্রকাশ উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।,


চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জ. ই. মামুন, মুন্নি সাহা, প্রভাষ আমিন, চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, গীতিকার কবির বকুল, কণ্ঠশিল্পী চন্দন সিনহা, ইমরান, চিত্রনায়িকা নিপুন।, 


The post appeared first on Sarabangla http://dlvr.it/SZ461x

কোন মন্তব্য নেই: