ইমন-সালওয়ার ‘বীরত্ব’ ৩৩ সিনেমা হলে - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

ইমন-সালওয়ার ‘বীরত্ব’ ৩৩ সিনেমা হলে

আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুর রহমান রানা পরিচালিত ‘বীরত্ব’। ইমন ও নবাগত সালওয়া অভিনীত ছবিটি ৩৩টি সিনেমা হলে দেখা যাবে প্রথম সপ্তাহে। ছবি মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসির ভিআইপি প্রজেকশন হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবির পরিবেশক জাহিদ হাসান অভি। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, ছবির নায়ক ইমন, নায়িকা সালওয়া, চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, আহসান হাবীব নাসিম, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, শিশুশিল্পী এমিলিসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল, অভিনেতা ইভান সাইর। প্রথম সিনেমা প্রসঙ্গে নির্মাতা রানা বলেন, ‘বীরত্ব’ একজন সাহসী যুবকের জীবনের নানানরকম ঘাত প্রতিঘাতের গল্প।,


আমার মতে চরিত্র সেটাই যেটা ইতিহাসে নতুন অরে সৃষ্টি করে, প্রযোজক, অভিনয়শিল্পী অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ। যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে। আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডা. রাজু এরকম চরিত্রের একজন। আপনারা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখলে সেটা অনুভব করতে পারবেন। এই চলচ্চিত্র দিয়ে প্রথম বারের মত বড় পর্দায় খল চরিত্রে অভিষেক হচ্ছে ইস্তেখাব দিনারের। যিনি ছোট পর্দায় খুবই শক্তিশালী অভিনেতা এবং বর্তমান ওটিটিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। 'বীরত্ব' দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন নিপুণ আক্তার। চলচ্চিত্রটির জন্য দৌলতদিয়া ঘাটে অবস্থিত যৌনপল্লীতে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল তাকে।,


নিপুণ বলেন, এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার সপ্ন দেখে। আমার বিশ্বাস আমার চরিত্রটি অনেক অসহায় নিপীড়িত মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। তাদের আশা জাগাবে, তারা নতুন করে বাঁচতে চাইবে। ইমন বলেন, জীবনে বহু চরিত্রে অভিনয় করেছি কিন্তু এতো গভীরভাবে চরিত্রের মায়ায় এর আগে কখনো পরি নাই। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে সেই শ্যুটিং এর পর থেকে আজ পর্যন্ত। এরকম চরিত্র পাওয়া যেকোনো অভিনেতার জানাই একটা বড় অর্জন।,


পরিচালক অনেক পরিশ্রম করেই সিনেমাটি তৈরি করেছেন। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সালওয়ার। তিনি বলেন, আমি এই সিনেমায় ডাক্তার দিনাত চরিত্রে অভিনয় করেছি। নিজের চরিত্র সম্পর্কে বেশি কিছু না বলে আমি শুধু এতোটুকু বলতে চাই যে এই সিনেমার গল্পের মধ্যে একটা অদভুত মায়া আছে। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। আহসান হাবিব নাসিম কিলার মাসুম নামক একটি চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারের মত তিনিও বড় পর্দায় খল চরিত্রে অভিনয় করলেন।,


পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। ইমন-সালওয়া ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিপুন আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্না, প্রনব ঘোষ, প্রিয়স্তি গোমেজ, রিমু জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।,



   The post appeared first on Sarabangla http://dlvr.it/SYGYQB

কোন মন্তব্য নেই: