গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১ অক্টোবর, ২০২২

গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জ শহরের ঢাকা-দিনাজপুর মহাসড়কের থানামোড় থেকে তাকে আটক করা হয়। ,


আটক মোশারফ হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতারী গ্রামের শওকত আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানাার অফিসার ইনচার্জ( ওসি) ইজার উদ্দীন জানান, নিয়মিত মাাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদে জানতে পারি একটি প্রাইভেটকারে মাদক বহন করে গোবিন্দগঞ্জের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে মহাসড়কে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ ২৯-৮৩৫৯) থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ,


এসময় থানা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানালে তাদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ মোশারফ হোসেন নামের একজনকে আটক করা হলেও চালক চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেময় চালক পালিয়ে গেলেও কার সহ একজনকে আটক করা হয়। এ ব্যাপারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।,


   The post  appeared first on Sarabangla http://dlvr.it/SZK2Rs

কোন মন্তব্য নেই: