ঝিনাইদহ: ঝিনাইদহে ছাত্রলীগের ধাওয়ায় প্রাণ বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লেগে ৩ কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত সদরের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের ভিপি মুরাদ হোসেন, সাধারণ শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ডিগ্রি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। এতে নেতৃত্ব দেওয়া নিয়ে কলেজের সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদের সঙ্গে বর্তমান জিএস সজীবের বিরোধ চলছে। এরই জেরে মুরাদ ও সজীবসহ আরও কয়েক জন শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে জোহান পার্কের সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে সজিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের হামলা থেকে বাঁচতে ভিপি মুরাদসহ তিন জন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি দাঁড়িয়ে ছিল। সেসময় ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারি কলেজে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল লরিটির পেছনে ধাক্কা দেয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শামিমুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে এগারোটার দিকে একটি মোটরসাইকেলে করে ৩ জন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল । ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ৩ জনই ঘটনাস্থলেই নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছি।’ The post ছাত্রলীগের ধাওয়ায় কলেজের ভিপিসহ ৩ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SZjxS0
শনিবার, ৮ অক্টোবর, ২০২২

Home
Unlabelled
ছাত্রলীগের ধাওয়ায় কলেজের ভিপিসহ ৩ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ
ছাত্রলীগের ধাওয়ায় কলেজের ভিপিসহ ৩ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন