মদনে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত আহত ৩ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

মদনে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত আহত ৩

মোতাহার আলম চৌধুরী,মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওরে শুক্রবার সকালে ধান বোঝাই লড়ি উল্টে ২ শিশু নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলো দেওসহিলা গ্রামের লায়ন চৌধুরী ছেলে সৌরভ(৭) ও তাড়াইল উপজেলার আল আমিন মিয়ার ছেলে রোমান (৭) সে তার নানা আঃ করিমের বাড়ীতে বেড়াতে এসেছিল। বাকী আহতরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওর থেকে দেওসহিলা গ্রামের কৃষক কাশেম মিয়ার ধান বাড়ীতে আনার সময় পথে সৌরভ, রোমান, লায়ন মিয়া, রিয়াদ বাড়ী আসার জন্য লড়িতে উঠে। সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল থাকায় ধান বোঝাই লড়িটি জলভংগা নামক স্থানে এসে উল্টে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মদন হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাঃ অলিজা আক্তার সৌরভ ও রোমানকে মৃত ঘোষনা করেন। বাকী আহত রিয়াদ, লায়ন চৌধুরী, কাশেম মিয়া মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেওসহিলা গ্রামের ঝন্টু চৌধুরীর লড়ি চালক নান্দাইল উপজেলার রিপন মিয়া পলাতক রয়েছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, লড়ি চালক পলাতক রয়েছে। লড়িটি আটক করে জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। লাশ দুটি সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতদের অভিভাবকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই: