পূর্বকন্ঠ স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে।
Bijoy to Unicode with voice type - কথা বললেই টাইপ হবে
Unicode To Bijoy Converter With Voice Type
Looking for a Unicode to Bijoy font converter? Purbakantho Post Bangla
Converter offers you Unicode to Bijoy, Bijoy to Unicode, Ansi to
Unicode, Unicode to Ansi, Avro to Bijoy, Bijoy to Avro easy
conversion with voice type.
Speak now.
No speech was detected. You may need to adjust your
microphone settings.
No microphone was found. Ensure that a microphone is
installed and that microphone settings are configured
correctly.
Click the "Allow" button above to enable your microphone.
Permission to use microphone was denied.
Permission to use microphone is blocked. To change, go to
chrome://settings/contentExceptions#media-stream
Speech Recognition is not supported by this browser.
x
Developed And Customized By: Shafiqul Alam Shahin, Founder, Purbakantho.com
নেত্রকোনার দুর্গাপুরের ঝাঞ্জাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে তার বদলী ও বিচার দাবীতে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে ওই অভিযুক্ত শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা'কে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারী শান্ত হয় ।, স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ওই শিক্ষক ২০১২ সনে অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই উনার চাল চলন নিয়ে আমরা বহুবার উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উনাকে কিছু বলতে গেলে দলীয় ক্যাডার দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। স্কুল চলাকালীন প্রায় সময়ই গেঞ্জি ও প্যান্ট পড়ে অফিস করতে দেখাগেছে।, এমন আপত্তিকর পোষাক পড়ে স্কুলে না আসার জন্য প্রধান শিক্ষক বারণ করলে, তিনি নানা আপত্তিকর অভিযোগ দিয়ে উল্টো প্রধান শিক্ষককে হেয় করেন। এ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে নানা অভিযোগ দিলেও কোন প্রতিকার পাওয়া যায়ন
শফিকুল আলম শাহীন : জারিয়া-ময়মনসিংহ রেলপথে জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ১৮ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিং সদরের কেওয়াটখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ট্রেনের একটি বগির নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মুঠোফোন, নগদ টাকা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ওই বগির অধিকাং যাত্রীই ছিলেন, পূর্বধলা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী। মুঠোফোনে ডাকাতির ঘটনাটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূক্তভোগি যাত্রীরা সকাল পৌণে আটটার দিকে পূর্বধলা স্টেশনে প্রায় ঘন্টাখানেক ট্রেনটি অবরোধ করে রাখে। ভূক্তভোগী ট্রেনের যাত্রী, পূর্বধলা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার ও পূর্বধলা রাবেয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. খোশেদ আলী জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত দিনে চারবার চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। আজ বুধবার
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতে এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।, এতে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনও প্রকার উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা, ‘অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।, ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো :- প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ইমেইলে [info@albd.org] যোগাযোগ করুন। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উসকানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’ সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার [এক্স], ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। ‘দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।’ আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, ‘কোনও ধরণের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্র