গোহালাকান্দা ইউনিয়নে হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

গোহালাকান্দা ইউনিয়নে হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা

নোভেল করোনা ভাইরাসের সংক্রামনকে প্রতিহত করতে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন আইন জারীর মাধ্যমে প্রশাসনের লোকজন জনগনকে এর প্রকোপ থেকে রক্ষা করতে প্রয়োজন ব্যাতীত ঘর থেকে বের হতে দিচ্ছেনা। এরুপ পরিস্থিতিতে বিত্তবানদের খুব একটা সমস্যা না হলেও সংসার চালাতে বেগ পেতে হচ্ছে খেটে খাওয়া সাধারন মানুষদের।
পরিবারের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলো মেটাতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে এসকল মানুষদেরকে। এমন পরিস্থিতিকে সামাল দিতে সরকারীভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

আজ ২৯ এপ্রিল (বুধবার) নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নে ২.৫ মেট্রিক টন জিআর চাল ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। জনসমাগম এড়াতে এই খাদ্য সহায়তা সুবিধাভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম আল মামুন শহীদ, উপজেলা ট্যাগ অফিসার তানভীর হোসেন ইউপি সচিব শহিদুলআলম মামুন প্রমুখ।

কোন মন্তব্য নেই: