পূর্বধলায় দুই যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিকার চেয়ে প্রতিবাদ

তারা তাদের প্রতিবাদ লিপিতে জানান, পূর্বধলার রাজনৈতিক পদচারনায় তাদের সুদীর্ঘ প্রায় দুই যুগের ও বেশি সময় হয়েছে এবং বর্তমান কাল পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তারা রাজনীতি ব্যাতিত জনগণের কল্যাণে সঠিক দিক নির্দেশনায় এগিয়ে চলার পথে কিছু অপপ্রচারকারী ও কুচক্রিমহল তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি অনলাইন প্রকাশনায় কিছু অপপ্রচার প্রকাশ করে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। যা হিংসাত্মক অপপ্রচার বলে মনে হচ্ছে। তাই তারা আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ওই অপপ্রচারকারী ও কুচক্রিমহলের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবী জানান। সেই সাথে ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একটি মন্তব্য পোস্ট করুন