মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন, গরীব ও অসহায় ৬'শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে বিশিষ্ট সমাজ সেবক, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মোট ৬'শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাউল, ডাউল, আলু, লবণ ও সাবান। এছাড়া যারা খাদ্য সামগ্রী পায়নি, তাদেরকে নগদ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন