পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম করোনা ভাইরাস সনাক্ত দুই চিকিৎসক ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায়।
আজ শনিবার (৯ মে) দুপুরে ওই দুই চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়ার সময় হাসপাতালের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদা আক্তারসহ অন্য চিকিৎসকরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ২১ এপ্রিল ওই দুই ডাক্তারের প্রথম টেস্টে রির্পোট পজেটিভ এসেছিল। এর পর থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার বলেন আক্রান্ত ওই দুই চিকিৎসক ২১ দিন পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এ অবস্থায় আরও দুইবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তাদের আর বাড়ি যেতে সমস্যা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন