{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় প্রথম করোনা সনাক্ত দুই চিকিৎসক সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম করোনা ভাইরাস সনাক্ত দুই চিকিৎসক ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায়।
আজ শনিবার (৯ মে) দুপুরে ওই দুই চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়ার সময় হাসপাতালের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদা আক্তারসহ অন্য চিকিৎসকরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ২১ এপ্রিল ওই দুই ডাক্তারের প্রথম টেস্টে রির্পোট পজেটিভ এসেছিল। এর পর থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার বলেন আক্রান্ত ওই দুই চিকিৎসক ২১ দিন পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এ অবস্থায় আরও দুইবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তাদের আর বাড়ি যেতে সমস্যা নেই।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন