দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে কীটনাশকপানে চাঁন খা (৬০) নামের এক বাক প্রতিবন্ধী ব্যক্তি মারাগেছেন । তিনি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, চাঁন খা বাক প্রতিবন্ধী ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশে গিয়ে সবার অজান্তে কীটনাশক পান করেন । এ সময় প্রতিবেশী মাসুদ মিয়া দেখতে পেয়ে ডাক চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থা আশস্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন