সামসুল হক জুয়েল, গাজীপুর : কর অঞ্চল- গাজীপুরের সেরা করদাতা সম্মাননা পেলেন কাীগঞ্জের সফল ব্যবসায়ী সাদ্দাম হোসেন। বুধবার জেলার জয়দেবপুরের পিটিআই এ অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ সালের কয়েকটি ক্যাটাগরিতে গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতা ২১ জনের হাতে ক্রেস্ট, ট্যাক্সকার্ড ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির কাছ থেকে ২০২০-২১ সালের গাজীপুর জেলার সেরা ও তরুণ করদাতা হিসেবে ক্রেস্ট, ট্যাক্সকার্ড ও সম্মাননা সনদ গ্রহন করেন কালীগঞ্জের সফল ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন।
সাদ্দম হোসেন জানান, আমি নিয়মিত কর প্রদান করছি। তরুন করদাতা হিসেবে আমি এ সম্মাননা পেয়েছি। যারা আয়কর দেয়ার যোগ্য তাদের প্রতি আহব্বান তারা যেনো নিয়মিত কর প্রদান করে দেশের উন্নয়নে অংশ নেয়।
‘কর অঞ্চল- গাজীপুরের কমিশনার মো.খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদাত সরকার।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন