এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নেত্রকোনার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হল রুমে কর্মকর্তা - কর্মচারীদের বার্ষিক ৬০ ঘন্টা (ইন হাউজ) প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্টিত হয়েছে।

বিআরডিবির উপ পরিচালক ভবেশ রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিনা আক্তার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাশেদুল ইসলামসহ মাঠপর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে স্ব-স্ব অবস্থান থেকে আরো সততা, নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন