কালিয়াকৈরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মীর সোহেল মিয়া, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে রুপা আক্তার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকায় বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয় । নিহত রুপা আক্তার ওই এলাকার কামরুল হাসানের স্ত্রী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গত ৮ মাস আগে কামরুলের সাথে মৌচাক কলাবাধা এলাকার রসূল উদ্দিনের মেয়ে রুপার পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই কামরুল তার স্ত্রী রুপার সাথে নানান পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতো। বুধবার (১২ জানুয়ারি) সকালে রুপাকে শ্বশুরবাড়ির লোকজন তার নিজ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রুপার বাবা রসূল উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে এলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
একটি মন্তব্য পোস্ট করুন