আটপাড়ায় বীর নিবাসে’র ভিত্তি প্রস্তর স্থাপন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

আটপাড়ায় বীর নিবাসে’র ভিত্তি প্রস্তর স্থাপন

মো: আসাদুজ্জামান খান সোহাগ, আটপাড়া (নেত্রকোণা) :  নেত্রকোণার আটপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় আজ শুক্রবার বিকালে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের যুদ্ধাহত বীর রঞ্জিত কুমার সাহা’র ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন । 

সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী তানভীর আহমেদ প্রমূখ।

এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী উপজেলা মাল্টিপারপাস হল রুমে বানিয়াজান ৯টি ওয়ার্ডের ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত শীত বস্ত্র অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়’।  

কোন মন্তব্য নেই: