{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

কলমাকান্দায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কাজল তালুকদার (কলমাকান্দা) নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় মুজিবুর (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

লাশ

মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরিপুর বালুচরা বড়তলা কাচা রাস্তা এলাকার নিচুজমি হতে গলাকাটা লাশ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ।

কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের বড়তলা কাচা রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। পরে জানা যায় গলাকাটা ব্যক্তির নাম মুজিবুর। সে পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার পূর্ব নলুয়াপাড়া গ্রামের,আবুল কাশেমের ছেলে মুজিবুর।

পরিবার সূত্রে জানা যায় মুজিবুর সোমবার ৩ জানুয়ারি আনুমানিক সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি,পরিবারের লোকজন খোঁজাখুঁজির  এক পর্যায়ে মঙ্গলবার সকালে   জানতে পারে কলমাকান্দায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পরে আছে, এবং ‘ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় মুজিবুর রহমানের পিতা আবুল কাসেম, তার ছেলে মুজিবুর বলে সনাক্ত করেন’।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন