আটপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

আটপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মো: আসাদুজ্জামান খান সোহাগ , আটপাড়া (নেত্রকোণা) :  নেত্রকোণার আটপাড়ায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে   উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার ঘোষের সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক, মোহাম্মদ আবদুল আউয়াল, এমসিএইচ-সার্ভিসেস পরিচালক, ডা: মো: মাহমুদুর রহমান, নেত্রকোণা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ সচিব) জিয়া আহমেদ সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, হাজী মো: খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: সেলিম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক, মো: আনিছুর রহমান, জেলার সহকারী পরিচালক (সিসি) ডা: বাবুল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, স্বাস্থ্য কমিটির এম.পি প্রতিনিধি মো: জহিরুল ইসলাম খান হীরা, সকল ইউ.পি চেয়ারম্যান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। ‘অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের সকল চেয়ারম্যানকে ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করেন’। 

কোন মন্তব্য নেই: