এই মাত্র পাওয়া

আটপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মো: আসাদুজ্জামান খান সোহাগ , আটপাড়া (নেত্রকোণা) :  নেত্রকোণার আটপাড়ায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে   উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার ঘোষের সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক, মোহাম্মদ আবদুল আউয়াল, এমসিএইচ-সার্ভিসেস পরিচালক, ডা: মো: মাহমুদুর রহমান, নেত্রকোণা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ সচিব) জিয়া আহমেদ সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, হাজী মো: খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: সেলিম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক, মো: আনিছুর রহমান, জেলার সহকারী পরিচালক (সিসি) ডা: বাবুল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, স্বাস্থ্য কমিটির এম.পি প্রতিনিধি মো: জহিরুল ইসলাম খান হীরা, সকল ইউ.পি চেয়ারম্যান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। ‘অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের সকল চেয়ারম্যানকে ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করেন’। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও