শেরপুরে ডিসি লেক ব্রিজ উদ্ধোধন - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরে ডিসি লেক ব্রিজ উদ্ধোধন

তপু সরকার হারুনঃ ডিসি লেক। নামটা শুনতেই ভালো লাগে। শুধু নাম নয় পরিবেশ, স্বচ্ছ পানি, ঢেঁকি চেয়ার, দোলনা ও অত্যাধুনিক  ব্রীজ দেখলেই মনে হবে আসলেই কি এটা শেরপুরের ডিসি লেক? হ্যাঁ এটাই শেরপুরের ডিসি লেক। ইতোমধ্যেই লেকের ভিতরের কাজ শেষ হয়েছে। নতুন করে সংযুক্ত হয়েছে নির্ঝরের আনন্দধারা।

সোমবার ১৪ফেব্রুয়ারী বসন্ত বরণ ১৪২৮ বিকেল ৫ টার সময়  ডিসি লেক উদ্ধোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ  , জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী এ সময় তাদের সাথে ছিলেন ডিসি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার, মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুকতাদিরুল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ফরিদা ইয়াছমিন, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী অফিসার জনাব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী 

সময় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সহকারী কিমিশনার (ভূমি) তনিমা আফ্রাত, শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা পারভিন,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী মোঃ ফারুক আল মাসুদ, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ জয়নাল আবেদীন  নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নকলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে,ডি.এম সাদিক আল শাফিন, তামারা তাসবিহা, মো: মিজানুর রহমান, ‘মোঃ আসিফ রহমান, মোঃ সানাউল মোর্শেদ,সালাউদ্দিন বিশ্বাস, এস এম আল-আমীন প্রমুখ’ । 

কোন মন্তব্য নেই: