তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে মোঃ রাসেল মিয়া (২১) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের দশাল গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জামালপুর সদর উপজেলার ফাগু মিয়ার ছেলে।
জানাযায়, রোববার সকালে কুয়াশায় মাঝে বেপরোয়া গতিতে লড়ি গাড়ি নিয়ে যাত্রার পথে দশাল গ্রামে আসার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের গর্তে পড়ে যায়।
এতে চালক রাসেল লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা রাসেল মিয়াকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন