দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরের মানবকল্যানকামী অনাথালয়ের উদ্যোগে ৬ষ্ঠ বিশ্ববান্ধব কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলার বিভিন্ন অঞ্চলের কবিদের অংশগ্রহনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিশ্ববান্ধব কবি সম্মেলনের আহবায়ক কবি সাজ্জাদ হোসেন খান এর সঞ্চালনায়, কবি আবুল বাশার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ তালুকদার, অনাথালয়ের সভাপতি সুবল দে, দুর্গাপুর প্রেসকাব সাধারণ সম্পাদক কবি জামাল তালুকদার, কবি জীবন চক্রবর্ত্তী, দুনিয়া মামুন, সজিম সাইন, অনিন্দ্য জসিম, এনায়েরত কবীর, জাহাঙ্গীর আলম, ছিদ্দিকুর রহমান, কাজল তালুকদার, শাহান শাহ প্রমুখ।
আলোচনা শেষে, বরাবরের মতো এবারও মানবকল্যানকামী অনাথালয়ের পক্ষ থেকে সমাজে বিশেষ অবদানের জন্য ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সমাজসেবায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, ‘কবিতায় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা ও শিক্ষায় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন