চকরিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে একজনকে হত্যা - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৯ এপ্রিল, ২০২২

চকরিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে একজনকে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস (৪০) নামে একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।` নিহত ইউনুছ একই এলাকার দিল মোহাম্মদের ছেলে।'

ওসি চন্দন কুমার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মইক্কাঘোনা পাহাড়ী এলাকার একটি দোকানের সামনে ইউনুছ ও একই এলাকার কয়েকজন মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জড়ায়। `এ সময় প্রতিপক্ষের আঘাতে ইউনুছ ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।'

from RisingBD - Home https://www.risingbd.com/চকরিয়ায়-জুয়া-খেলাকে-কেন্দ্র-করে-একজনকে-হত্যা/453240
via IFTTT

কোন মন্তব্য নেই: