ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ সোমবার ভোররাত ৩টা ৩০ মিনিটে রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের পূর্বে বগি তিনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, ভোর ৪টায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ আরও ২ ঘণ্টার মতো লাগতে পারে।
রাজাপুর রেল স্টেশনের মাস্টার রেজাউল করিম জানান, প্রায় এক কিলোমিটার দূরে বগি লাইন থেকে পড়ে যায়। অনেকটা দূর এগিয়ে এসে রাজাপুর রেলস্টেশনের প্রবেশ মুখে আউটার সিগনালের আগে মাঝখানের দুটি বগি উল্টে যায় ও একটি বগি কাত হয়ে যায়। `বর্তমানে উদ্ধার কাজ চলছে। ,
এদিকে ভোর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে।,
from Barta24.com http://bangladeshtimes.com/details/28781/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন