লেকের পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৪ মে, ২০২২

লেকের পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু

বান্দরবান: জেলার আলীকদমে লেকের পানিতে পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে ) সকালে লেক থে‌কে তাদের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ মে) বিকালে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলো- সিরাজ কারবারী পাড়ার বাসিন্দার মাহমুদ উল্লাহর কন্যা মারুফা (৭) এবং মাহফুজা (৪)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানান, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া এলাকায় খেলতে গিয়ে মাছ চাষের লেকের পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু সহোদর। 

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বলেন, শুক্রবার বিকালে লেকের পাড়ে আম গাছের নিচে খেলাধুলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ২ বোন। শুক্রবার রাত দেড়টার সময় একজনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ মিলেছে শনিবার সকালে। 

আলীকদম থানা পুলিশের সেকেন্ড অফিসার এনামুল হক জানান, `পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।,

 The post appeared first on Sarabangla http://dlvr.it/SQM06P

কোন মন্তব্য নেই: