পূর্বধলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ২৩ মে, ২০২২

পূর্বধলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাল দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাসুদ মুন্সী (৩০) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার মহিষভেড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের চাঁন মিয়া মুন্সী’র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে মাসুদ মুন্সী তার বাবাকে নিয়ে বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায়। ‘এক পর্যায়ে পুকুরে জাল আটকে গেলে মাসুদ মুন্সী ডুব দিয়ে তা ছাড়ানোর চেষ্টা করেন।, 

কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও মাসুদ পানির নিচ থেকে উপরে উঠে না আসায় তার বাবা ডাক চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।,

নিহতের ছোট ভাই আনিস মুন্সী জানান, দীর্ঘদিন যাবত তার ভাই মৃগী রোগে ভুগছিলেন। তারা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ‘তাই তাদের বৃদ্ধ বাবার সাথে তার ভাই পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।, 

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। লাশ সুরতহাল করা হয়েছে। ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।,


কোন মন্তব্য নেই: