তপু সরকার হারুনঃ শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিলেন বিসিবি ও অলিম্পিক এসোসিয়েশন।
শুক্রবার (১৩ মে) বিকালে “কক্সবাজার রয়েল টিউলিপ”এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের দুদিন ব্যাপী ঈদ পরবর্তী মূল পর্বের অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ও অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কাজী শাহেদ আহমেদ এ আর্থিক অনুদানের ঘোষনা দেন।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য মানিক দত্ত জানান, তিনি ওই অনুষ্ঠানে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমের কিডনীসহ শারিরীক নানা জটিলতার কথা উল্ল্যেখ করে বিসিবির কর্মকর্তাদের কাছে আর্থিক সহযোগিতা চাইলে নাজিমুল হক নাজিমকে বিসিবি’র সভাপতি ৫লক্ষ ও অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন।
এ সময় ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনার জন্য বিসিবি’ সভাপতি ২ লক্ষ টাকা জেলা ক্রীড়া সংস্থাকে প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন