মহাবনী (সা:) কে কটুক্তির প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ মিছিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখ্যপত্র নূপুর শর্মা ও নবিল জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলার আজ শনিবার (১১ জুন) বাদ যোহর এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।,
ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া ও ধলা-যাত্রাবাড়ী মুসমিল ঐক্য পরিষেদের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। যোহরের নামাজের পর অনুষ্ঠিত মিছিলটি পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হ্যালিপ্যাড মাঠে এসে শেষ হয়।,
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মুফতি ওয়ালীউল্লাহ কাসেমী। এ সময় বক্তৃতা করেন সংগঠনটির সহ সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক হাফেজ মাও. মোশাররফ হোসাইন খান, জেলা বিএনপির সহ সভাপতি মো. আব্দুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ।,
ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া পূর্বধলা উপজেলা শাখার সহসভাপতি মাও. নূও মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মুফতি নোমান সিরাজী, মাও ফয়জুল্লাহ, ধলাযাত্রাবাড়ী মুসমিল ঐক্য পরিষেদের সভাপতি এনামুল হক এন্ট্রেস, মুফতি তোফাজ্জল হোসাইন, মাও. সাইফুল্লা সাইফী, মাও: সাইফুল্লাহ মানছুর, মাও: রুহুল আমিন, মাও: রেদওয়ান আল হোসাইন, ‘মাও: এমদাদুল হক প্রমুখ।,
একটি মন্তব্য পোস্ট করুন