নেত্রকোনা সীমান্তে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় এলাচী জব্দ - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নেত্রকোনা সীমান্তে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় এলাচী জব্দ

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা :

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী কালাপানি এলাকায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় এলাচী জব্দ করেছে। 

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার বিকাল ৫টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।, 

তিনি জানান, কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বিওপি’র আওতাধীন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী কালাপানি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ১০৩ কেজি ভারতীয় এলাচী জব্দ করে। ,

জব্দকৃত মালের সিজার মূল্য ৪ লক্ষ ১২ হাজার টাকা। জব্দকৃত এ সকল মালামাল মঙ্গলবার বিকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।,


কোন মন্তব্য নেই: