মেহেরপুর: জেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দীনদ্বত্ত ব্রিজের মাঝামাঝি দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তার সঙ্গী সাইফ আব্দুল্লাহ (২৭) মারাত্মক আহত হয়েছেন। শনিবার (৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান পৌর শহরের কেসবপাড়ার সাদেক মোল্লার ছেলে। তিনি আউটসোর্সিংয়ের কাজের সঙ্গে জড়িত ছিলেন।,
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে আমঝুপি বিএডিসি ফার্মের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ‘আরোহীরা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েন। ,
মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। ‘অবস্থা গুরুতর হওয়ায় সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SRdRQb
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন