পূর্বধলায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ২৯ জুন, ২০২২

পূর্বধলায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে মিলন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারকৃত করেছে পূর্বধলা থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নে ইয়ারণ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত মিলন মিয়া ওই ইয়ারণ গ্রামের ছমেদ আলীর ছেলে।,

পুলিশ সূত্রে জানা যায়, ওই নির্যাতিত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণি ছাত্র।  সে গত সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে অভিযুক্ত মিলন মিয়ার বাড়ির পাশ দিয়ে দুধ নিয়ে যাওয়ার সময় মিলন মিয়া তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।  শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানালে তাৎণিক তার মা তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  পরে ২৮ জুন রাতে  ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত মিলন মিয়াকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।,

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।  আজ বুধবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।,


কোন মন্তব্য নেই: