গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

শাহজাহান কবির,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিসহ ঘর পাচ্ছেন আরও সাত ভূমি ও গৃহহীন পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশের ন্যায় স্থানীয় এ সাত পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।,


উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় এ পর্যন্ত ১৬২ পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার আরও সাত পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে।,


অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ।,

কোন মন্তব্য নেই: