কালাইয়ে কামার পল্লিতে ব্যস্ততা
কোরবানির ঈদ সামনে রেখে কালাই উপজেলার কামার পল্লিতে ব্যস্ততা বেড়েছে। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বঁটি, ছোরা, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ।
ভাঁতির মাধ্যমে কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ড শরীরের সবটুকু জোর একত্র করে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন কামাররা। সবারই হাত, পা, মুখ কালিতে ভরা। সরেজমিনে... বিস্তারিত p://dlvr.it/STHsN3


একটি মন্তব্য পোস্ট করুন