পূর্বধলায় ৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৬ জুলাই, ২০২২

পূর্বধলায় ৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য ৩১৮ মহিলা আসন-১৮ এর ঐচ্ছিক তহবিল হতে ৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  আজ বুধবার দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের জেলা পরিষদ কাম-অডিটরিয়ামে সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমী আকন্দ, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন সরকার প্রমুখ।,




কোন মন্তব্য নেই: