পূর্বধলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম সেলিম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২ জুলাই) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।,
পুলিশ জানায়, সেলিম শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পূর্বধলা উপজেলা সদরে আসছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চৌরাস্তা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক (কুষ্টিয়া ট ১১-২২৪২) তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।,
পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ‘এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।,
একটি মন্তব্য পোস্ট করুন