পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় ২০ বোতল ভারতীয় মদসহ আল আমীন (২৮) ও আব্দুল জলিল (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ ।,
আজ বৃহস্পতিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত আল আমীন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের হরিণকুড়ি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে ও আব্দুল জলিল একই গ্রামের আব্দুল হাই’র ছেলে।,
পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত এলাকায় ভ্রাম্যমাণ হিসেবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরদর্শক (এসআই) আলাল উদ্দিন ও এএসআই মোকাম্মেল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে ২০ বোতল ভারতীয় মদসহ আটক করে।,
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন