পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :
নেত্রকোনার পূর্বধলায় রোববার (৪ সেপ্টেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।,
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে এসব বিতরণ করা হয়।,
উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এম এ আওয়াল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। ,
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ শহিদু ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। ,
অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় সুফলভোগি ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বেড়া বিতরণ করা হয় করে মোট ১০০টি ভেড়া বিতরণ করা হয়।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন