পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার দুপুরে উপ- সহকারি কৃষি কর্মকর্তা, বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা পরিষদ কাম-অডিটরিয়ামে কৃষক পর্যায়ে হয়রানিমুক্তভাবে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।,
অনুষ্ঠিত সভায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ রফিকুল ইসলাম সবুজ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, উপ-সহকারি কৃষি অফিসার মো. কামরুজ্জামান, সার ডিলার মো. আব্দুল কদ্দুছ তালুকদার, খুচরা সার বিক্রেতা আবুল কাসেম, মাও: ফজলুর রহমান প্রমুখ।,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন