{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

ঝিনাইগাতীতে ভূয়া ওসি আটক

খোরশেদ আলম,ঝিনাইগাতী প্রতিনিধি : ঝিনাইগাতীতে ওসি পরিচয় দিয়ে প্রতারনাকালে আনছার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। ১২ অক্টোবর বুধবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রাম থেকে তাকে আটক করা হয়।,

আনছার আলী শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা ( ছনকান্দা) গ্রামের উমেদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, সম্প্রতি কাংশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফেকাসু নামে এক কৃষক খুন হন। এ বিষয়ে ২৫ জনকে আসামী ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়।,


ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। অপর দিকে গত ১০ অক্টোবর সোমবার আনছার আলী ভৈরব থানার ওসি (তদন্ত) পরিচয় দিয়ে ওই মামলার বাদির বাড়িতে এসে আশ্রয় নেন।,


খবর পেয়ে থানা পুলিশ বুধবার রাতে তাকে আটক করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার আটককৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।,



একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন