পূর্বধলায় জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক
পূর্বধলায় জুয়া খেলার সরঞ্জামসহ রাসেল মিয়া (৩২), শহিদ মিয়া (৩৫), জাহাঙ্গীর (২২), আব্দুল লতিফ (৩৫), শরিফ মিয়া (৩৮) ও শিপন মিয়া (২৪) নামের ৬ জুয়াড়িকে আটকপূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলায় জুয়া খেলার সরঞ্জামসহ রাসেল মিয়া (৩২), শহিদ মিয়া (৩৫), জাহাঙ্গীর (২২), আব্দুল লতিফ (৩৫), শরিফ মিয়া (৩৮) ও শিপন মিয়া (২৪) নামের ৬ জুয়াড়িকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
গত শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলা সদর ইউনিয়নের নসিবপুর, শিজকান্দি ও লাউয়ারি গ্রামে।,
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবত এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাঘবেড় গ্রামে থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করে।,
একটি মন্তব্য পোস্ট করুন