পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নেত্রকোণার পূর্বধলায় আজ মঙ্গলবার বিজয় মিছিল করেছে সাধারণ জনতা, ছাত্র সমাজ ও বিএনপির নেতা-কর্মীরা।
এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল বিজয় মিছিলে দলীয় ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনতা অংশগ্রহণ করেন।,
মিছিলের নেতৃত্ব দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুদকার, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারন সম্পাদক, সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আ: আজিজ তালুকদার, সায়েদ আল মামুন শহীদ ফকির, মোঃ সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম, ইসতিয়াক আহাম্মেদ বাবু, হাসনাত বেপারী, যুবদল নেতা এনামুল হক হলুদ, ইশতিয়াকুর রহমান বাবু প্রমুখ।,
এর আগে বিজয় মিছিলে অংশগ্রহন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে উপজেলায় জড়ো হতে থাকেন নেতা কর্মীরা। পরে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। এ সময় নেতৃবৃন্দরা বলেন, খুনি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ফলে বাংলার জনগন আজ মুক্তি পেয়েছে।,'
একটি মন্তব্য পোস্ট করুন