{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তিতে মিছিল

দীর্ঘদিন কারাবন্দী থাকা নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর কারামুক্তিতে মঙ্গলবার বিকালে নেত্রকোনা জেলা সদরে আনন্দ মিছিল

মাহবুবুল কিবরিয়া চৌধুরী : দীর্ঘদিন কারাবন্দী থাকা নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর কারামুক্তিতে  মঙ্গলবার বিকালে নেত্রকোনা জেলা সদরে আনন্দ মিছিল করেছে শত শত ছাত্রদলের নেতাকর্মীরা।,

জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী যে কোন ধরণে সম্প্রদায়িক সম্প্রতি যেন বিনষ্ট না হয় এবং সংখ্যালুঘু পরিবারের লোকজন হয়রানি স্বীকার না হয় সে বিষয়ে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।,’ 


 


 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন