গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজের সভাকক্ষে এ অভিষেক ও আলোচনা অনুষ্ঠিত হয়।,
সভার শুরুতেই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি তানজিন চৌধুরী লিলি ও বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।, পরে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
আলোচনা সভায় তানজিন চৌধুরী লিলি বলেন, ময়মনসিংহ জেলার উত্তর জনপদের নারী শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হচ্ছে ‘গৌরীপুর’ মহিলা কলেজ।, এই কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে কাঙ্খিত উন্নয়ন হয়নি।, আমরা এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো।,
গৌরীপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, সহকারি অধ্যাপক ফারুক হায়দার স্বপন, তামজিদুর রহমান, রোকেয়া বেগম, মাসুদা খানম, ‘শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ।,’
একটি মন্তব্য পোস্ট করুন