শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় বাথরুমে এক নারীর (২৭) গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে উজ্জল মিয়া (২৪) ও দীন মোহাম্মদ খান ওরফে শিপন (২০) নামের দুই টিকটকারকে আটক করেছে সেনাবাহিনী ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত উজ্জল মিয়া ওই মেঘশিমূল মধ্যপাড়া গ্রামের সজুত খা এর ছেলে ও দীন মোহাম্মদ খান ওরফে শিপন একই গ্রামের কাজল খানের ছেলে।নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলায় দায়িত্বরত সেনাবাহীনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে একটি টিম মেঘশিমূল গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ অভিযুক্ত দুই টিকটকারকে আটক করে পুলিশে সোর্পদ করে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুই টিকটকারের বিরুদ্ধে পূর্বধলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন